• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৯, ০৩:২৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৭, ২০১৯, ০৩:২৮ পিএম

যমুনায় নিখোঁজ দুই ভাইয়ের একজনের লাশ উদ্ধার

যমুনায় নিখোঁজ দুই ভাইয়ের একজনের লাশ উদ্ধার
বড় ভাই ওমর আলীর লাশ উদ্ধার করা হলেও এখনো সন্ধান মেলেনি ছোট ভাই জাহিদের - ছবি : জাগরণ

ফুটবল খেলার সময় যমুনা নদী থেকে বল তুলতে গিয়ে ডুবে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের মধ্যে ওমর আলীর (১৫) লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার ছোট ভাই জাহিদ হাসান (১২) এখনো নিখোঁজ রয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় তার লাশ উদ্ধার করা হয়।

সারিয়াকান্দি উপজেলা ফায়ার সর্ভিস স্টেশন অফিসার আল আমিন জানান, রাজশাহী থেকে আসা একদল ডুবুরি শনিবার সকাল ১০টায় অভিযান শুরু করে। ঘণ্টাখানেক পর ১১টার দিকে বড় ভাই ওমর আলীর লাশ উদ্ধার করে তারা। বেলা ১টা পর্যন্ত তার ছোট ভাই জাহিদের সন্ধান পায়নি উদ্ধারকারী ডুবুরি দল।

এদিকে সারিয়াকান্দি থানা পুলিশ লাশটি তাদের হেফাজতে নিয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে সারিয়াকান্দির কাজলা ইউনিয়নের পাকুরিয়া চরে যমুনা নদী থেকে ফুটবল তুলতে গিয়ে নিখোঁজ হয় দুই ভাই। তারা বগুড়া শহরের আটাপাড়া এলাকার পল্লি চিকিৎসক আতিকুর রহমানের ছেলে। বড় ভাই বগুড়া শাহীন স্কুলের নবম শ্রেণির ছাত্র ও ছোট ভাই একই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

এনআই

আরও পড়ুন