• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ০৮:২৭ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৮, ২০১৯, ০৮:২৭ এএম

সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৭ আগস্ট) রাত ৮টার দিকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত কলেজ শিক্ষার্থী মেহেদী হাসান মীম (১৮) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে। মেহেদী সরকারি হাজী কোরব আলী মেমোরিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট ঈদের দ্বিতীয় দিনে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন মেহেদী হাসান মীম। ৪ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে সে মারা যায়।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ফরিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মেহেদী হাসান মীম। কয়েকদিনের চিকিৎসায় সে বেশ সুস্থ হয়ে ওঠেন। শনিবার সকালে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মেহেদী। রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

কেএসটি

আরও পড়ুন