• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ০২:০৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৮, ২০১৯, ০৩:২৯ পিএম

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

কুমিল্লার লালমাই উপজেলায় বাস ও দুই অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুই যাত্রী।

রোববার (১৮ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা নগরীর গোয়াল পট্টি এলাকার বন্দন হোটেলের মালিক, কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের ঘোড়া ময়দান গ্রামের জসিম উদ্দিন (৪৫), জসিমের স্ত্রী সেলিনা বেগম (৪০), জসিম উদ্দিনের শাশুড়ি সকিনা বেগম (৭০), জসিমের বড় ছেলে শিপন (১৭), দ্বিতীয় ছেলে হ্নদয় (১৫), মেয়ে নিপু আক্তার (১৩) ও সিএনজি চালক জামাল হোসেন (৩৫)। 

আহত হয়েছেন জসিম উদ্দিনের ছোট ছেলে রিফাত ও অন্য যাত্রী একই গ্রামের শাইমুন হোসেন (১৫) । তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। হতাহতরা সবাই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী ছিল।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, হতাহতরা সবাই বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী। 

এদিকে, পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মামুন জানান, বাস, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও দুই নিহত হয়েছেন।  

আরও পড়ুন