• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ০৬:১৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৮, ২০১৯, ০৬:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ৪ ঘর পুড়ে ছাই, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ৪ ঘর পুড়ে ছাই, আহত ৩০
আগুনে পুড়ে যাওয়া বসতঘর - ছবি : জাগরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০ জন আহত হয়।

শনিবার (১৭ আগস্ট) গভীর রাতে গ্রামের দুধ মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। মাইকে ঘোষণা দিয়ে  প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই ৪টি ঘর ও ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে আহতদের মাঝে দুধ মিয়া, বারেক মিয়া, দৌলত মিয়া, শিশু মিয়া ও আবু ছাদেককে মাধবপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। দুধ মিয়া জানায়, আগামী বুধবার তার মেয়ে পান্নার বিয়ে ছিল। বিয়ের বাজার করার জন্য ঘরে নগদ ৫০ হাজার টাকা রক্ষিত ছিল। তাও আগুনে পুড়ে যায়। তিনি আরো বলেন, আগুন আমার সবকিছু পুড়ে শেষ করে দিয়েছে।

এনআই

আরও পড়ুন