• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৮, ২০১৯, ০৯:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৮, ২০১৯, ০৯:৩৮ পিএম

জামালপুরে ডেঙ্গুতে নারীসহ দুজনের মৃত্যু

জামালপুরে ডেঙ্গুতে নারীসহ দুজনের মৃত্যু

জামালপুর শহরতলীর হাটচন্দ্রা গ্রামের রাজু নামের এক কৃষক ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং ওই হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর বৃষ্টি নামের এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।

মৃত রাজুর পরিবার জানিয়েছে, শনিবার (১৭ আগস্ট) জ্বর নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হলে পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। সেখানে রাজুর অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রোববার (১৮ আগস্ট) দুপুরে সেখানে তার মৃত্যু হয়। তার লাশ সন্ধ্যায় বাড়ি আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

অন্যদিকে দেওয়ানগঞ্জের বৃষ্টি (২০) নামের এক গার্মেন্টস কর্মী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে শনিবার রাতে বাড়ি ফেরার পর রোববার ভোরে তার মৃত্যু হয়।

মৃত গার্মেন্টস কর্মীর মা ছমিনা বেগম জানিয়েছেন, বৃষ্টি ঢাকায় জ্বরে আক্রান্ত হলে ১০ আগস্ট তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। পরদিন দেওয়ানগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে বৃষ্টির ডেঙ্গু শনাক্ত হয়। ওই দিনই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ৬ দিন চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর তার মৃত্যু হয়।

এনআই

আরও পড়ুন