• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৯, ০১:২৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৯, ২০১৯, ০১:২৫ পিএম

ময়মনসিংহ হাসপাতালে এক রাতে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

ময়মনসিংহ হাসপাতালে এক রাতে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোববার রাত ১টার দিকে ডেঙ্গুতে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আনোয়ার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আব্দুল লতিফের ছেলে। এছাড়াও একই হাসপাতালে রাত আটটার দিকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রাসেল মিয়া নামে (৩৪) নামে আরেক যুবকের মৃত্যু হয়েছে। সে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চারনিকি গ্রামের মঞ্জুরুল হকের ছেলে। 

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সামছুজ্জামান সেলিম জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আনোয়ার ১১ আগস্ট ময়মনসিংহ মেডিকেল কলেজ ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ১টার দিকে সে মারা যায় ।

রাসেলের পরিবার জানায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাসেল ঈদের পর দিন কিশোরগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে রোববার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন রাত আটটার দিকে সে মারা যায়।

হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৭৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে ৮৮৩ জন রোগী সুস্থ হয়ে ছুটি নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট তিন জনের মৃত্যু হয়েছে।

কেএসটি

আরও পড়ুন