• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৯, ০২:০৩ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৯, ২০১৯, ০২:০৩ পিএম

নুসরাত হত্যা : তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা চলছে

নুসরাত হত্যা : তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ও জেরা চলছে

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সোনাগাজীর মডেল থানার সাবেক ওসি (তদন্ত কর্মকর্তা) কামাল হোসেন'র সাক্ষ্য গ্রহণ ও জেরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিচারক মামুনুর রশিদের আদালতে চলছে। 

আদালতে এ মামলায় ৮৬তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা চলছে। ডা. ওবায়দুর রহমানের সাক্ষ্য গ্রহণেরর ধায্য তারিখ থাকলেও তিনি উপস্থিত না থাকায় তার সাক্ষ্য পরবর্তীতে নেয়া হবে বলে আদালত ঠিক করেছেন। সাক্ষ্য গ্রহণ ও জেরার শুরুতে আদালত আসামি পক্ষের আইনজীবীদের করা আবেদনের প্রক্ষিতে সোনাগাজী মডেল থানা ও পৌরসভার সিসিটিভি এবং ঘটনার তারিখ ৬ এপ্রিল করা জিডির কপি আদালত তলব করেন সোমবার (১৯ আগস্ট) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসামিদেরকে আদালতে হাজির করা হয়েছে।

কেএসটি

আরও পড়ুন