• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ২১, ২০১৯, ০৬:৫২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২১, ২০১৯, ০৬:৫২ পিএম

এবার নেত্রকোনায়ও এডিশ মশার লার্ভা শনাক্ত

এবার নেত্রকোনায়ও এডিশ মশার লার্ভা শনাক্ত

এবার নেত্রকোনায় পরিত্যক্ত গাড়ির টায়ারে এডিশ মশার লার্ভা পাওয়া গেছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে পৌর শহরের নেত্রকোনা-ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ লার্ভা শনাক্ত করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  সরওয়ার কামালের নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে নেত্রকোনা সিভিল সার্জন অফিসের কীটতত্ত্ববিদ মঞ্জুরুল হক এডিস মশার লার্ভা শনাক্ত করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরওয়ার কামাল জানান, পৌরসভার সহযোগিতায় হোসেনপুর এলাকার নেত্রকোনা-ঢাকা বাসস্ট্যান্ডে রুকন উদ্দিনের বাড়ির সামনে পতিত জমিতে রাখা পরিত্যক্ত টায়ারে জমানো পানি দেখে তা পরীক্ষা করার পর তাতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। পরিত্যক্ত টায়ার রাখার অপরাধে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। পরে পরিত্যক্ত টায়ারগুলো পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতায় অপসারণ করে পুড়িয়ে ফেলা হয়। 

নেত্রকোনা সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম বলেন, ইতিপূর্বে নেত্রকোনায় এডিস মশার লার্ভা পাওয়া যায়নি। এবার তা পাওয়া গেছে বলে জেলাবাসীকে আরো বেশি সচেতন থাকতে পরামর্শ দিচ্ছেন তিনি। 

কেএসটি

আরও পড়ুন