• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ০১:১৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৩, ২০১৯, ০১:১৪ পিএম

টেকনাফে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গারা

টেকনাফে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গারা
নিহত যুবলীগ নেতা ওমর ফারুক - ছবি : জাগরণ

টেকনাফের হ্নীলায় নিজ বাড়ি থেকে ধরে নিয়ে ওমর ফারুক (৩০) নামের যুবলীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। নিহত ওমর ফারুক উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার মোনাফ কোম্পানির ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টায় রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ওমর ফারুকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে পাহাড়ের পাশে গুলি করে হত্যা করে। খবর পেয়ে নিহতের ভাই আমির হামজা, উসমানসহ স্বজনরা লাশ আনতে গেলে ডাকাতদল লাশ আনতে বাধা দেয়। নিহত ওমর ফারুক হ্নীলা ৯ নং ওয়ার্ড যুবলীগ ও জাদিমোরা এমআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ছিলেন।

স্থানীয়রা আরো জানান, ডাকাত সর্দার সেলিম গংসহ অপরাপর ৫-৬ জন রোহিঙ্গা ডাকাত একসাথে বসে পাহাড়ের পাদদেশে গিয়ে মদ্যপান করে। সেখানে জোর করে নিয়ে যায় যুবলীগ নেতা ওমর ফারুককে। পরে রোহিঙ্গারা অতিরিক্ত মদ খেয়ে একপর্যায়ে ফারুকের সাথে তর্কাতর্কিকে জড়িয়ে পড়ে। এরপর কোনো কিছু বোঝার আগেই তাকে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা চলছে।

এনআই

আরও পড়ুন