• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০৪:৪১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০১৯, ০৪:৪১ পিএম

রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করাই উত্তম পন্থা : স্থানীয় সরকারমন্ত্রী

রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করাই উত্তম পন্থা : স্থানীয় সরকারমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম  -  ছবি : জাগরণ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন করাই উত্তম পন্থা। এ জন্য জাতিসংঘসহ বাংলাদেশ সরকার কাজ করে চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ে জাতির জন্য দায়বদ্ধদের অপমান-অপদস্ত না করে কাজ করার সুযোগ দিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এর আগে মন্ত্রী হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে নির্মিত কিচেন মার্কেট উদ্বোধন করেন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান এমপি ও গাজী মোহাম্মদ শাহ নেওয়াজ এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান প্রমুখ।

উল্লেখ্য, সরকারের বিএমডিএফ ও হবিগঞ্জ পৌরসভার যৌথ অর্থায়নে ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে এই কিচেন মার্কেট নির্মাণ করে হবিগঞ্জ পৌরসভা।

এনআই

আরও পড়ুন