• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০৭:১৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০১৯, ০৭:১৫ পিএম

চাটমোহরে ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

চাটমোহরে ডেঙ্গু জ্বরে গৃহবধূর মৃত্যু

পাবনার চাটমোহরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হরিপুর ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম জানিয়েছেন, গত ১৭ আগস্ট জ্বরে আক্রান্ত হন ফরিদা খাতুন। প্রথমে জ্বরের বিষয়টিকে গুরুত্ব দেয়নি তার পরিবার। বাড়িতেই চলছিল তার চিকিৎসা। কিন্তু  জ্বর সারছিল না।

এরপর ২০ আগস্ট তাকে নিয়ে আসা হয় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে চিকিৎসাধীন ছিলেন আরও এক দিন। কিন্তু উন্নতি না দেখে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে পাঠান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখাই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে মারা যান তিনি।

ফরিদা খাতুন চুড়ইকোল দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন মধুর স্ত্রী। ফরিদার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে।

এনআই

আরও পড়ুন