• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৪, ২০১৯, ০৮:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৪, ২০১৯, ০৮:৪৮ পিএম

বগুড়ায় বাস খাদে পড়ে সেনাবাহিনীর সার্জেন্ট নিহত

বগুড়ায় বাস খাদে পড়ে সেনাবাহিনীর সার্জেন্ট নিহত

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সার্জেন্ট নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।

শনিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের রহবল এলাকার দোসীমানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনা সার্জেন্টের নাম আব্দুল আজিজ। তিনি বান্দরবান ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, বগুড়া থেকে রংপুরগামী সৌখিন পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেনা সার্জেন্ট আজিজের। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে আরও ৬ যাত্রীকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি আক্তারুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।

এনআই

আরও পড়ুন