• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ০৯:৩৪ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০১৯, ০৯:৩৪ এএম

মেহেরপুরে চব্বিশ ঘণ্টায় ১১ ডেঙ্গু রোগী শনাক্ত 

মেহেরপুরে চব্বিশ ঘণ্টায় ১১ ডেঙ্গু রোগী শনাক্ত 

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত চব্বিশ ঘণ্টায় ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গাংনী উপজেলায় মোট শনাক্তের সংখ্যা ৯৪ জন। অপরদিকে জেলায় মোট শনাক্ত ১৫৩ জন। গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে এডিশ মশা। প্রতিদিনিই বিভিন্ন গ্রাম থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভর্তি হচ্ছেন হাসপাতালে।  

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিডি দাস বরেন, ১১ জনের রক্তে ডেঙ্গু এনএচ-১ পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তদের চার জনের শারীরিক অবস্থা বেশ ভালো। তাই তারা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা হাসপাতালে ভর্তি হয়েছেন। 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত এ হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছেন। 

এদিকে, মেহেরপুর জেনারেল হাসপাতালে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৫১ জন, মুজিবনগরে ৮ জন এবং গাংনী হাসপাতালে ৯৪ জন মিলে জেলায় এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৩ জনে। 

কেএসটি

আরও পড়ুন