• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ০৬:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০১৯, ০৬:৩৬ পিএম

টাঙ্গাইলে ফিল্মি স্টাইলে ২৬ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইলে ফিল্মি স্টাইলে ২৬ লাখ টাকা ছিনতাই

টাঙ্গাইলের মির্জাপুরে গুলি ছুড়ে দিনেদুপুরে ফিল্মি স্টাইলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মির্জাপুর শাখা থেকে ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করেছে সন্ত্রাসীরা। রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল (পুরাতন) মহাসড়কের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, মির্জাপুর উপজেলা পরিষদ-সংলগ্ন বাইমহাটি এলাকার অগ্রণী ট্রেডিং করপোরেশনের অফিস থেকে সকাল ১০টার দিকে হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মতিন, সুপারভাইজার কাজী আসাদুল হক ও মোহন সাহা দুটি মোটরসাইকেলযোগে অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখায় ২৬ লাখ ৪০ হাজার টাকা জমা দিতে যান। গার্লস স্কুলের কাছে পৌঁছামাত্র চারটি মোটরসাইকেল নিয়ে ওত পেতে থাকা আটজন ছিনতাইকারী তাদের গুলি করে ব্যাগে থাকা ২৬ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। 

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোশারফ হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অপরাধীদের ধরতে ও টাকা উদ্ধারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।

এনআই

আরও পড়ুন