• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৮, ২০১৯, ০৭:১০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৮, ২০১৯, ০৭:১০ পিএম

খুলনায় হত্যা মামলায় হুইপের ভগ্নিপতিসহ ৮ জনের যাবজ্জীবন

খুলনায় হত্যা মামলায় হুইপের ভগ্নিপতিসহ ৮ জনের যাবজ্জীবন

খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে বটিয়াঘাটার আনন্দ মণ্ডল হত্যা মামলায় ৮ আসামিকে যাব্জ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নিমাই মণ্ডল ওরফে নির্মল জাতীয় সংসদের হুইপ ও খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের ভগ্নিপতি। ওই রায়ে প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিকালে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন প্রমথ মণ্ডল, অশোক মণ্ডল, অমর মণ্ডল,  গোলক মণ্ডল, রমেশ মণ্ডল, নিশাকর মণ্ডল ও বিকাশ বালা।রায়ে অপর ৫ আসাসিকে খালাস দেয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৯ সালের ৩০ মে রাতে পূর্বশত্রুতার জের ধরে বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া স্লুইস গেটের কাছে আনন্দ মণ্ডলকে কুপিয়ে ফেলে রেখে যায় আসামিরা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন আনন্দ মণ্ডল মারা যান। এ ঘটনায় পরের দিন আনন্দ মণ্ডলের স্ত্রী দেবলা মণ্ডল বাদী হয়ে বটিয়াঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ এ মামলায় ২০০৮ সালের ২০ অক্টোবর ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আরিফ মাহমুদ লিটন।

এনআই

আরও পড়ুন