• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৯, ০৭:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩০, ২০১৯, ০৭:৩৯ পিএম

সাতক্ষীরায় ডেঙ্গুতে আরো এক গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরায় ডেঙ্গুতে আরো এক গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দোলেনা খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা। এ পর্যন্ত সাতক্ষীরায় তিনজনের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী।

শুক্রবার (৩০ আগস্ট) ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, ছয়ঘরিয়া গ্রামের মোশাররফ হোসেনের স্ত্রী দোলেনা খাতুন এক সপ্তাহ আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। তিনি বাড়িতে চিকিৎসা গ্রহণ করছিলেন।বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এনআই

আরও পড়ুন