• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৩০, ২০১৯, ০৮:১৬ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩০, ২০১৯, ০৮:১৬ পিএম

বাগেরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মোক্তার আলীর দাফন

বাগেরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা মোক্তার আলীর দাফন
মুক্তিযোদ্ধা মোক্তার আলীর কফিনে জাতীয় পতাকা রেখে শ্রদ্ধা প্রদর্শন - ছবি : জাগরণ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোক্তার আলী মীরের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে থানা পুলিশের একটি দল তার কফিনে জাতীয় পতাকা রেখে সশস্ত্র সালাম প্রদর্শন করে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে ৯৫ বছর বয়সী মুক্তিযোদ্ধা মোক্তার আলী মীর বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।

রাষ্ট্রের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শাহ আলম হাওলাদার, সদস্যসচিব শাহ আলম বাবুলসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা মোক্তার আলীর জানাজায় অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধা মোক্তার আলী স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। স্বাধীনতাযুদ্ধের সময় তিনি তেলিগাতি ক্যাম্প কমান্ডার ছিলেন।

এনআই

আরও পড়ুন