• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: আগস্ট ৩১, ২০১৯, ০৩:১৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩১, ২০১৯, ০৩:১৪ পিএম

চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মো. বাদশাহ মোল্লা (৫৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) ভোরে কাতালগঞ্জ পার্কভিউ হাসপাতালে তার মৃত্যু হয়। গত আটদিন আগে ডেঙ্গু রোগসহ আরও কয়েকটি জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

মো. বাদশাহ মোল্লা চট্টগ্রামের সীতাকুন্ডের সলিমপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ডেঙ্গু রোগের পাশাপাশি হৃদরোগ ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন পার্কভিউ হাসপাতালের স্পেশাল ইউনিট ইনচার্জ এ আরাফাত।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় সির্ভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার বলেন, গত ২২ আগস্ট বাদশাহ মোল্লা নামে এক রোগী বেসরকারি পার্কভিউ প্রাইভেট হাসপাতাল ভর্তি হয়েছিলেন ডেঙ্গু রোগ নিয়ে। পরীক্ষা করার পর তার আরও বেশ কয়েকটি জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। আটদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়েছে।

কেএসটি

আরও পড়ুন