• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০১৯, ১০:০২ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১, ২০১৯, ১০:১৯ এএম

টঙ্গীতে সিঙ্গার শোরুমে ধারাবাহিক চুরি, আটক ৩

টঙ্গীতে সিঙ্গার শোরুমে ধারাবাহিক চুরি,  আটক ৩
আটককৃত আন্তঃজেলা চক্রের সদস্য -ছবি : জাগরণ

টঙ্গীতে সিঙ্গার শো-রুমে চুরির ২১ দিন পর শনিবার (১ সেপ্টেম্বর) স্থানীয়রা আন্তঃজেলা চক্রের ৩ জনকে আটক করে পূর্ব থানায় সোপর্দ করেছে।

বেলা আড়াইটায় উত্তরাস্থ আজমপুর বাসস্টেশন থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আটককৃতরা হলেন- চোর চক্রের প্রধান জুম্মন (৪৮), রাসেল (৩৫) ও মনির হোসেন ইমরান (২৬)। 

গাজীপুরের টঙ্গীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় (মার্চ থেকে আগস্টের মধ্যবর্তী সময় পর্যন্ত) ৯টি সিঙ্গার প্লাস শো-রুমে ১৩ লাখ টাকার ল্যাপটপ চুরির ঘটনা ঘটায় একটি আন্তঃজেলা চক্র। সর্বশেষ ১০ আগস্ট টঙ্গী স্টেশন রোডের সিঙ্গার শো-রুমে থেকে প্রায় পৌনে ২ লাখ টাকার ৩টি ল্যাপটপ নিয়ে যায় চোর চক্রটি। এতে কর্তৃপক্ষের টনক নড়ে। তারা সিসি ক্যামেরার ফুটেজ সিঙ্গারের বিভিন্ন শো-রুমে পাঠায়।

চুরির অভিযোগে আটক আন্তঃজেলা চক্রের সদস্য -ছবি : জাগরণ

এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার দুপুর দেড়টায় দক্ষিণখান কাঁচা বাজার শো-রুমে ওই চক্রটি ল্যাবটপ ক্রয়ের সূত্র ধরে প্রবেশ করে। পরে কর্তৃপক্ষ ছবি মোতাবেক তাদের চিনতে পেরে পিছু নেয়। অবশেষে বিকাল আড়াইটায় উত্তরাস্থ আজমপুর বাসস্টেশন থেকে সিঙ্গার শো-রুমের ম্যানেজার আসিবুর রহমান, সহকারী মাখজানুল ইসলাম ও উমর উদ্দিন স্থানীয়দের সহযোগিতায় চোর চক্রের প্রধান জুম্মন (৪৮), রাসেল (৩৫) ও মনির হোসেন ইমরান (২৬) কে  জেলা আটক করে টঙ্গী পূর্ব থানায় সোপর্দ করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

একেএস