• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০১৯, ০৪:০৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১, ২০১৯, ০৪:০৬ পিএম

২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা সীমান্ত থেকে দুই বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।

তারা হলেন উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের মাশানডাঙ্গী গ্রামের মো. আলমের ছেলে আব্দুল হাকিম (৩২) ও দুলিয়াভিটা গ্রামের তফিজ উদ্দীনের ছেলে আবু সাঈদ আলী (৩০)।

শনিবার (৩১ আগস্ট) ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা।

স্থানীয়রা জানান, ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৮/(৪) পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন আবদুল হাকিম ও আবু সাঈদ আলী। এ সময় তাদের ভারতের তিনগাঁও বিএসএফ ক্যাম্পের জওয়ানরা আটক করে। পরে তাদের ওই দেশের পুলিশের হাতে সোপর্দ করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম সাফিউন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটকরা চোরাকারবারি। ভারত থেকে ফেনসিডিল আনার সময় বিএসএফ তাদের আটক করে।

এনআই

আরও পড়ুন