• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০১৯, ০৫:২৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১, ২০১৯, ০৫:২৭ পিএম

দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় প্রথম স্ত্রীকে খুন

দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় প্রথম স্ত্রীকে খুন

দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় স্বামী সোহেব মোল্যা তার প্রথম স্ত্রী পান্না খাতুনকে (৪০) পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (৩১ আগস্ট) রাতে মাগুরা সদর উপজেলার গাংনী গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের ভাই তরিকুল ইসলাম জানান, সদর উপজেলার গাংনী গ্রামের সোহেব মোল্ল্যার সাথে ২০ বছর আগে পান্নার বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সোহেব মোল্ল্যা প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের ঘটনা জানাজানি হলে প্রথম স্ত্রী পান্না খাতুন এর প্রতিবাদ জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সোহেব মোল্যা পান্নাকে মারপিট করেন। পান্না গুরুতর আহত হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় জরুরি বিভাগের ডাক্তার মো. মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

পান্না খাতুন মাগুরা শহরের পারন্দুয়ালী গ্রামের মতি মুন্সির মেয়ে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ‘শনিবার রাত ১২টার দিকে বিষয়টি জানতে পেরেছি। লাশের ময়নাতদন্ত শেষে রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।’

এনআই

আরও পড়ুন