• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০১৯, ১১:০৭ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২, ২০১৯, ১১:২৪ এএম

কুমিল্লায় ভ্যান, রেকার ও পিকআপের সংঘর্ষে পুলিশসহ নিহত ৩

কুমিল্লায় ভ্যান, রেকার ও পিকআপের সংঘর্ষে পুলিশসহ নিহত ৩

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবুর্চি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আকতার হোসেনসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। 

সোমবার (২ আগস্ট) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল কালাম আজাদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৫টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান সৈয়দপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। ওই কাভার্ডভ্যানটিকে উদ্ধার করতে হাইওয়ে পুলিশের একটি রেকার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু হয়। এ সময় একইমুখী অপর একটি দ্রুতগামী কাভার্ডভ্যান উদ্ধার করতে যাওয়া রেকারটিকে ধাক্কা দেয়। রেকারটি রাস্তার পাশে থাকা হাইওয়ে পুলিশের পিকআপভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানের পাশে দাঁড়িয়ে থাকা কর্তব্যরত এএসআই আকতার হোসেন গুরুতর আহত হন। পরে তাকে চৌদ্দগ্রাম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনা প্রাণ হারিয়েছেন কাভার্ডভ্যানের চালক ও হেলপার। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। রেকারের চালক ও হেলপার আহত হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একেএস/এসএমএম

আরও পড়ুন