• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০১৯, ০৮:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩, ২০১৯, ০৮:৪৬ পিএম

সাতক্ষীরায় ডেঙ্গুতে আরো এক যুবকের মৃত্যু

সাতক্ষীরায় ডেঙ্গুতে আরো এক যুবকের মৃত্যু
তানভীর শেখ - ছবি : জাগরণ

সাতক্ষীরার তালায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তানভীর শেখ (২৫) নামের আরো এক যুবকের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় এ নিয়ে একদিনে দুজনসহ ৫ জনের ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তানভীর রাজধানী ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি তালা সদরের খাজরা গ্রামের সরফুদ্দীন শেখের ছেলে।

সাতক্ষীরার তালার জনসেবা ক্লিনিকের মধু সূদন জানান, গত ২৮ আগস্ট রাজধানী ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তানভীর শেখের প্যানক্রাইসিস রোগের জন্য অপারেশন করা হয়। অপারেশনের পরদিন ২৯ আগস্ট তার শরীরে ডেঙ্গুর জীবাণু ধরা পড়ে। এর পর থেকে আরও অসুস্থ হয়ে পড়েন তানভীর। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডেঙ্গু ও প্যানক্রাইসিস রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তানভীর সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দুই বছর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছিলেন।

রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন তানভীর। তার মরদেহ রাতেই হাসপাতাল থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এনআই

আরও পড়ুন