• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০১৯, ০৮:২২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৪, ২০১৯, ০৮:২২ পিএম

রিফাত হত্যা মামলা

চার্জশিটভুক্ত আসামি শ্রাবণের জামিন মঞ্জুর

চার্জশিটভুক্ত আসামি শ্রাবণের জামিন মঞ্জুর
রিফাত হত্যা মামলার চার্জশিটভুক্ত ২৪ নম্বর আসামি আরিয়ান হোসেন শ্রাবণ - ছবি : জাগরণ

বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত ২৪ নম্বর আসামি আরিয়ান হোসেন শ্রাবণের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান তার জামিন মঞ্জুর করেছেন।

আসামিপক্ষের আইনজীবী গোলাম মোস্তফা কাদের বলেন, আরিয়ান হোসেন শ্রাবণ ও কামরুল হাসান সায়মনের জামিন আবেদন করলে শুনানি শেষে আরিয়ান হোসেন শ্রাবণের জামিন মঞ্জুন করেন আদালত। রিফাত হত্যা মামলায় বরগুনার আদালত থেকে এই প্রথম কোনো আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

আদালত বলেছেন, জামিনে বেরিয়ে আসামি মিডিয়ায় কোনো বক্তব্য দিতে পারবে না এবং তার পরিবারের সদস্যরাও মিডিয়ায় বক্তব্য দিতে পারবে না। ২০ হাজার টাকা বেলবন্ডের মাধ্যমে শ্রাবণ তার বাবার জিম্মায় থাকবে। শ্রাবণকে গত ১ জুলাই গ্রেফতার করে পুলিশ এবং ৮ জুলাই আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

শ্রাবণের বয়স কম হওয়ায় সে যশোর শিশু সংশোধনাগারে রয়েছে। জামিনের আদেশ যশোর শিশু সংশোধনাগারে পৌঁছানোর পর ওখান থেকে মুক্তি পাবে আরিয়ান হোসেন শ্রাবণ।

এনআই

আরও পড়ুন