• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৯, ০৯:৪০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০১৯, ০৯:৪০ পিএম

শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল ছেলের

শিয়াল মারার ফাঁদে প্রাণ গেল ছেলের

শিয়ালের উপদ্রব থেকে রক্ষা পেতে মুরগির খামারের চারপাশে জিআই তারের সাথে বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন মালিক রিপন মিয়া। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে সেই তারে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল তার আট বছরের শিশুপুত্র রিফাতের। ঘটনাটি ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর গ্রামে।

স্থানীয়রা জানান, উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর গ্রামের রিপন মিয়া বাড়ির পাশেই মুরগির খামার দিয়ে ব্যবসা করে আসছেন। সম্প্রতি রাতের বেলা শিয়ালসহ অন্যান্য বন্য প্রাণী খামারের বেশ কিছু মুরগি খেয়ে ফেলায় এক মাস ধরে খামারের চারপাশে জিআই তারের বেড়া দিয়ে সেই তারে রাতের বেলা বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। দিনের বেলা আবার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে রাখেন। এ অবস্থায় বেশ কয়েকটি শিয়াল ও বন্য বিড়াল মারা যায়।

বৃহস্পতিবার সকালে খামারের চারপাশের তারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করার আগেই খামারের মালিক রিপন মিয়ার শিশুপুত্র রিফাত খামারে প্রবেশের সময় জিআই তারে জড়িয়ে মারাত্মক আহত হয়। পরে পরিবারের সদস্যরা রিফাতকে উদ্ধার করে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিফাত স্থানীয় কানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

এনআই

আরও পড়ুন