• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০১৯, ০১:২৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৬, ২০১৯, ০১:২৬ পিএম

ভৈরবে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

ভৈরবে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত
বাসচাপায় নিহত পুলিশ কনস্টেবল ইব্রাহিম মিয়া  -  ছবি : জাগরণ

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী ইব্রাহিম মিয়া নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে ভৈরব থানা হতে ৩০০ গজ দূরে ঢাকা-সিলেট মহাসড়কের জগন্নাথপুর লক্ষ্মীপুরে জান্নাত রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানা পুলিশের ওসি (তদন্ত) বাহালুল খান জানান, জেলা পুলিশ লাইন থেকে এক মাসের জন্য ভৈরবে দুটি রেলওয়ে সেতু নিরাপত্তায় নিয়োজিত ছিলেন নিহত ইব্রাহিম মিয়া। পুলিশ আরো জানায়, বৃহস্পতিবার বিকালে ভৈরব থানার ইমার্জেন্সি ডিউটিতে পাঠানো হয় পুলিশ সদস্য  ইব্রাহিমকে। জান্নাত রেস্টুরেন্টের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী অনন্যা সুপারের যাত্রীবাহী বাসটি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে পার্শ্ববর্তী আবেদীন প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান ইব্রাহিম।

মাত্র দুই বছর আগে নিহত ইব্রাহিম মিয়া পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করে। তিনি অবিবাহিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, নিহত পুলিশ সদস্য ইব্রাহিমের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার চর মরজাল গ্রামে। তার বাবার নাম মানু মিয়া। ঘটনার পর ঘাতক বাসচালক পালিয়ে গেলেও বাসটিকে কিশোরগঞ্জে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এনআই

আরও পড়ুন