• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০১৯, ০৯:০০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৭, ২০১৯, ০৯:০০ পিএম

সোনাগাজীতে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

সোনাগাজীতে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ফেনীর সোনাগাজীতে বিষধর সাপের কামড়ে ফাহিমা আক্তার (১৪) নামের এক মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বগাদানা ইউনিয়নের গুণক গ্রামের সামছুল হক বলি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ছাত্রী সৌদি প্রবাসী মাহমুদুল হকের কন্যা ও গুণক দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

বগাদানা ইউপির চেয়ারম্যান মো. ইসহাক খোকন জানান, ফাহিমা আক্তার শুক্রবার দুপুরে বাড়ির পাশের পাটক্ষেতে শাক তুলতে গেলে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। এতে প্রাথমিকভাবে সামান্য ব্যথা অনুভব করলেও রাত ৮টার দিকে তার শরীরে বিষ ছড়িয়ে পড়ে। তার পরিবারের সদস্যরা তাকে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।

এনআই

আরও পড়ুন