• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০১৯, ০৭:০২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৮, ২০১৯, ০৭:০৩ পিএম

গাবতলী বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

গাবতলী বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
উদ্ধার অভিযান চলছে-ছবি : জাগরণ

গাবতলী বাস টার্মিনাল এবং এর আশেপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

টার্মিনালের ভেতর এবং আশেপাশে অবৈধভাবে নির্মিত প্রায় ২০০টি সেমিপাকা স্থাপনা, শেড, দোকান ইত্যাদি উচ্ছেদ করা হয়। পরে প্রায় ৩০ হাজার বর্গফুট এলাকা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

গত ২৮ আগস্ট (বুধবার) ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম স্থানীয় সংসদ সদস্য আসলামুল হকসহ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় টার্মিনালের ভেতরে এবং আশেপাশে অবৈধ স্থাপনা দেখে তারা অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন।

টিএইচ/এসএমএম