• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৯, ০৮:২০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৯, ২০১৯, ০৮:২০ পিএম

দৌলতদিয়া-পাটুরিয়ায় ২য় পদ্মাসেতু নির্মাণ প্রক্রিয়াধীন

দৌলতদিয়া-পাটুরিয়ায় ২য় পদ্মাসেতু নির্মাণ প্রক্রিয়াধীন
সংসদে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মাওয়া-জাজিরা পদ্মাসেতুর কাজ শেষ হলে পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মাসেতুর কাজ শুরু হবে বলেও জানান তিনি।

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতুর কাজ এগিয়ে চলেছে। সার্বিকভাবে ইতোমধ্যে ৭৩ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। মাওয়া থেকে জাজিরা পর্যন্ত ৬.১৫ কিলোমিটার পদ্মাসেতুর কাজ চলমান। এই সেতুর কাজ শেষ হলে দ্বিতীয় পদ্মাসেতুর কাজ ধরা হবে।

সেতুমন্ত্রী বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ প্রক্রিয়াধীন। প্রধানমন্ত্রী এ নির্দেশনা দিয়েছেন। একটির কাজ শেষ হলে আরেকটির কাজ শুরু হবে। 

এইচএস/বিএস 
 

আরও পড়ুন