• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৭:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৭:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ বোন হতাহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে ২ বোন হতাহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মাসুদা (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের ভাদুঘর কুরুলিয়া খালের ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত মাসুদার ছোট বোন মারুফা (২৬) গুরুতর আহত হন। তারা নাসিরনগর উপজেলার শ্যামপুর গ্রামের আবেদ আলীর মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, মাসুদা ৪ সন্তানের জননী। প্রায় ৬-৭ বছর আগে স্বামীর সাথে তার ছাড়াছাড়ি হয়ে যায়। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় তার ছোট বোন মারুফার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার মারুফাকে নিয়ে মাসুদা ভাদুঘর কুরুলিয়া খালের রেলওয়ে ব্রিজের সাথে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন কাছাকাছি আসতে দেখে দুজন রেললাইন থেকে সরে যেতে চান। ট্রেনটি কাছাকাছি হওয়ায় মারুফা কিছুটা দূরে যেতে পারলেও মাসুদা ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে মারা যান। এ সময় মারুফা আহত হন।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ মাসুদার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত মারুফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এনআই

আরও পড়ুন