• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৮:৩০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৮:৩০ পিএম

ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানার উৎপাদন

ফের বন্ধ আশুগঞ্জ সার কারখানার উৎপাদন

চালুর আট দিনের মাথায় ফের বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়ার উৎপাদন। সোমবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে কারখানার অ্যামোনিয়া প্লান্টের পর্যাপ্ত পরিমাণে স্টোরেজ বৃদ্ধির জন্য উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এর ফলে প্রতিদিন ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এর আগে মেরামতের জন্য কারখানা চার মাস বন্ধের পর গত ২ সেপ্টেম্বর থেকে উৎপাদন শুরু হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান জানান, পর্যাপ্ত পরিমাণে অ্যামোনিয়ার স্টোরেজ বৃদ্ধি হলেই উৎপাদন শুরু হবে। এ জন্য তিন দিন লাগতে পারে।

বর্তমানে কারখানায় ৭২ হাজার মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে। তবে কারখানার উৎপাদন বন্ধ থাকলেও পর্যন্ত মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত জেলায় সারের সংকট হবে না বলে জানান তিনি।

এনআই

আরও পড়ুন