• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৪:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৪:৫৮ পিএম

গুলশানে স্বর্ণালংকার চুরি, স্যানিটারি মিস্ত্রিসহ গ্রেপ্তার ২

গুলশানে স্বর্ণালংকার চুরি, স্যানিটারি মিস্ত্রিসহ গ্রেপ্তার ২

রাজধানীর গুলশানের নিকেতন সোসাইটির একটি বাড়ি থেকে ১৭ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় স্যানিটারি মিস্ত্রিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। 

গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মধ্য রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সালাম (স্যানিটারি মিস্ত্রি) ও মো. পলাশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, গত ২৩ আগস্ট ওই ফ্ল্যাটের মালিক পম্পি মজুমদার বাসা তালাবদ্ধ করে গ্রামের বাড়ি ফেনীতে যান। ২৬ আগস্ট বাসার মালিক তার বাবাকে ফোন করে জানান তাদের বাসার গিজারের (পানি গরম করার পাত্র) পাইপ ফেটে পানি পড়ছে। এ সময় তিনি স্যানিটারি মিস্ত্রি এনে পাইপ ঠিক করার অনুমতি চান। তখন পাম্পির বাবা বাড়ির মালিককে উপস্থিত থেকে পাইপ ঠিক করার অনুমতি দেন। অনুমতি পেয়ে বাড়ির মালিক ওইদিন স্যানিটারি মিস্ত্রি সালামকে এনে পাইপ ঠিক করেন।

গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে পাম্পি মজুমদার তার বাবা-মার সঙ্গে ঢাকার বাসায় ফিরে আসেন। বাসায় এসে দেখেন যে, ১৭ ভরি স্বর্ণালংকার চুরি হয়ে গেছে।

এইচ এম/একেএস

আরও পড়ুন