• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১০:৪৩ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১২, ২০১৯, ১০:৪৩ এএম

ভালুকায় সাব-রেজিস্ট্রারসহ ৩ জনের নামে দুদকের মামলা 

ভালুকায় সাব-রেজিস্ট্রারসহ ৩ জনের নামে দুদকের মামলা 

ময়মনসিংহের ভালুকায় জালিয়াতির মাধ্যমে সাড়ে ৯ কোটি টাকার জমি আত্মসাতের অভিযোগে সাব-রেজিস্ট্রারসহ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আসামিরা হলেন—সাব রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম (৫৫), দলিল লেখক সিরাজুল ইসলাম সুজন (৫৫) ও স্থানীয় আবু রাসেল চৌধুরী (৩৯)।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাধন সূত্রধর বাদী হয়ে দুটি পৃথক মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ভালুকার সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম ওই অফিসের দলিল লেখক সিরাজুল ইসলাম সুজন এবং স্থানীয় আবু রাসেল চৌধুরীর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভালুকার প্রায় সাড়ে ৯ কোটি টাকা মূল্যের জমি জাল দলিলের মাধ্যমে আত্মসাত করেছেন।

সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক ফারুক হোসেন  মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভালুকার আব্দুল জলিল নামে এক ব্যক্তি ২০০৪ সালে মারা গেলেও তাকে জীবিত দেখিয়ে ২০১৭ সালে তার ৮ একর জমি জাল দলিলের মাধ্যমে হাতিয়ে নেন আসামিরা। যার বাজার মূল্য ৪ কোটি টাকা। এছাড়াও বিদেশে অবস্থানরত আরেক ব্যক্তির নাম ঠিকানা ব্যবহার করে সাড়ে ৫ কোটি টাকা মূল্যের ৯ একর জমি দলিল করেন তারা। ওই তিন আসামি একে অপরের সহযোগিতা নিয়ে কমিশন গঠনের মাধ্যমে এ অপরাধ করেছেন। প্রাথমিক অনুসন্ধানে এর সত্যতা পাওয়ায় বুধবার মামলা দায়ের করা হয়েছে।
দুদকের অনুসন্ধান চলাকালে ভালুকার সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম গত এক সপ্তাহ আগে ভালুকা থেকে ঝালকাঠিতে বদলি হয়েছেন বলেও জানান তিনি। 

কেএসটি

আরও পড়ুন