• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ১২:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১২, ২০১৯, ১২:৪৪ পিএম

কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবি, ৯ নাবিক নিখোঁজ

কয়লা বোঝাই লাইটার জাহাজ ডুবি, ৯ নাবিক নিখোঁজ

চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙ্গর থেকে কয়লা বোঝাই করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে হেরা পর্বত এইচ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। ওই জাহাজের ৩ নাবিককে উদ্ধার করা হলেও এখনো ৯ জন নিখোঁজ আছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের গ্রীন বয়ার কাছে এই ঘটনা ঘটে।

বাংলাদেশ লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাত হোসেন জানান, কোস্টগার্ড এবং নেভির উদ্ধার টিম কাজ করছে। সমুদ্রে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। ইতোমধ্যে ৩ নাবিককে উদ্ধার করা হয়েছে। বাকি ৯ জন বয়া নিয়ে সমুদ্রে ভাসছে। সমুদ্রে জোয়ারের কারণে নিখোঁজ নাবিকরা সমুদ্রের কিনারার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিআইডব্লিওটিসির উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মিটিংয়ে আছি। এই বিষয়ে পরে কথা বলবো।  

কেএসটি

আরও পড়ুন