• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৯:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৯:৪৪ পিএম

মাথাভাঙ্গা নদীতে নৌকাবাইচ

মাথাভাঙ্গা নদীতে নৌকাবাইচ
মাথাভাঙ্গা নদীতে নৌকাবাইচের একটি দৃশ্য  -  ছবি : জাগরণ

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রত্যয় উন্মুক্ত পাঠাগারের আয়োজনে এবং ওয়েভ ফাউন্ডেশনের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির সহযোগিতায় এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপি। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, চুয়াডাঙ্গায় সহকারী পুলিশ সুপার (এএসপি) দামুড়হুদা সার্কেল আবু রাসেল, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মুনিম লিংকন, দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

মাথাভাঙ্গা নদীর দুই পাড়ে বিকেলে নৌকাবাইচ দেখতে হাজার হাজার নারী-পুরুষ ভিড় জমায়। ৮টি দল এই নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয়। নৌকাবাইচের পাশাপাশি দর্শকদের মাতিয়ে রাখতে সন্ধ্যা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এনআই

আরও পড়ুন