• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০১৯, ১০:০১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৮:১৮ এএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে দায় কার

জটিলতা নিরসনে জাতিসংঘ-এনজিও কারো উদ্যোগ নেই 

জটিলতা নিরসনে জাতিসংঘ-এনজিও কারো উদ্যোগ নেই 
বিদেশি কোনো ডেলিগেট ক্যাম্পে আসলেই রোহিঙ্গারা পরিকল্পিত বিক্ষোভ করে

মমতাজ বেগম (২৬)। প্রত্যাবাসনের ছাড়পত্র পাওয়া এই নারী সাক্ষাৎকারে বলেন আর মিয়ানমার ফেরত যাবেন না। কারণ তার স্বামী শামসুল আলম ও কোলে থাকা ৩ মাসের ফুটফুটে সন্তান মোহাম্মদ রুমেনকে দেখিয়ে বলেন, কেমন করে ফিরে যাই বলুন, প্রত্যাবাসনের তালিকায় স্বামী ও সন্তানের নাম নেই। তাদের ছাড়া সেখানে গিয়ে কি করব?

এদিকে ২২ আগস্ট থেকে ১৩ দিন বন্ধের পর ৫ সেপ্টেম্বর থেকে প্রত্যাবাসনের ছাড়পত্র পাওয়া রোহিঙ্গাদের আবারও  সাক্ষাৎকার শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত ৪২৩ পরিবার ছাড়পত্র পাওয়া রোহিঙ্গার সাক্ষাৎকার নেয়া হয়েছে। বুধবার ১ পরিবার আসলেও বৃহস্পতিবার কোনো রোহিঙ্গা সাক্ষাৎকার দিতে আসেনি বলে জানা গেছে। কিন্ত এ পর্যন্ত কোনো রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ানমার ফিরে যাওয়ার আগ্রহ দেখায়নি। 

সাক্ষাৎকার গ্রহণস্থল শালবাগান ২৬-নং ক্যাম্পের সিআইসি উপসচিব মোং খালেদ হোসেন বলেন, রোহিঙ্গারা যা বলছে সবই শেখানো কথা। 

গত ২০, ২১ ও ২২ আগস্ট টেকনাফের শালবাগান শরণার্থী শিবিরে তৈরি করা বিশেষ বুথে ইউএনএইচসিআর এবং আরআরআরসির কর্মকর্তারা প্রত্যাবাসনে তালিকাভুক্ত ৩৩৯টি পরিবারের সাক্ষাৎকার নেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২২ আগস্ট ৩ হাজার ৫৪০টি পরিবারের মধ্য থেকে প্রত্যাবাসন হওয়ার কথা ছিল। কিন্তু রোহিঙ্গাদের অনীহার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্বিতীয়বারের মত স্থগিত হয়ে যায়। প্রত্যাবাসনের তালিকাভুক্তদের মধ্যে শুধু শালবাগান রোহিঙ্গা শিবিরে ৯৩৩ পরিবারের ৩ হাজার ৪৫০ জনের নাম রয়েছে।

প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হলে কিছু মহলের শেখানো মতে রোহিঙ্গারা একই সুরে নানা শর্ত জড়িয়ে দিতে থাকে। যেমনটি আগের সাক্ষাৎকারেও রোহিঙ্গারা নাগরিকত্ব, নিরাপত্তা এবং গণহত্যার বিচার চেয়েছেন। একই সঙ্গে নিজেদের ফেলে আসা সম্পত্তির অধিকার এবং ক্ষতিপূরণ প্রদানের দাবি করছে রোহিঙ্গারা। সাক্ষাৎকার নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। 

২২ আগষ্ট রোহিঙ্গাদের অর্ভ্যথনা জানাতে প্রস্তুত ছিল মিয়ানমার

চাকমারকুল ক্যাম্পের রোহিঙ্গা আলি জোহার, বালুখালী-২ ক্যাম্পের হাফেজ আবদুস সোবহান বলেন,যতক্ষণ রোহিঙ্গা সন্ত্রাসীদের আইনের আওতায় আনা যাবে না ততক্ষণ প্রত্যাবাসন করা জঠিল হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সভাপতি ও উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর দায় কি শুধু বাংলাদেশের। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, দেশি বিদেশি এনজিওগুলোর কি এ বিষয়ে কোনো দায় দায়িত্ব নেই! এ পর্যন্ত এদের কেউ কোনো রোহিঙ্গাকে ফেরত যেতে একটি বারও বলেনি। কারণ রোহিঙ্গারা ফিরে গেলে ওদের বিলাসিতা বন্ধ হয়ে যাবে। রোহিঙ্গাদের ফিরে যেতে উৎসাহ যোগাতে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিদের সমম্বয়ে ক্যাম্প ভিত্তিক কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি 

রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের নিরাপত্তার নিশ্চয়তা পেলে ফিরে যেতে রাজি আছেন। ক্যাম্পগুলোতে বিছিন্ন ভাবে প্রত্যাবাসন তালিকা প্রস্তুতের পরিবর্তে পাড়া ও গ্রাম ভিত্তিক তালিকা তৈরি করে সে অনুযায়ী ফেরত নেওয়া হলে তাদের জানমালের নিরাপত্তায় কিছুটা ভরসা থাকে। কারণ আরসার সিদ্ধান্তের বাইরে ক্যাম্প থেকে রোহিঙ্গারা ফেরত গেলে জানমালের হুমকি রয়েছে। 

তবে রোহিঙ্গারা বলছে, যাদের নাম আসছে না তারা হয়ত নাম ঠিকানা ভুল দিয়েছে। আর বাংলাদেশে এসে অন্তত ৪৫/৫০ হাজারের মত বিয়ে হয়েছে ক্যাম্পগুলোতে। ফলে বাংলাদেশ থেকে যে তালিকা মিয়ানমার পাঠানো হচ্ছে তার সঙ্গে মিয়ানমারের কাছে থাকা পারিবারিক তালিকার কোন মিল খুঁজে পাওয়া যাবেনা। তাই প্রত্যাবাসন তালিকা করার সময় এসব বিষয় গুলোকে গুরুত্ব দিতে হবে বলে রোহিঙ্গারা জানান। 

১৯৭৮ ও ১৯৯৩ সনের মত ফেরত যাওয়া রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্পে না নিয়ে সরাসরি অভ্যর্থনা কেন্দ্র থেকে  স্ব স্ব পাড়া গ্রামে যেতে দিলে ফেরত কার্যক্রম সহজ হবে বলে রোহিঙ্গারা মত দেন। রাখাইন মুসলিম, ধর্ম ইসলাম স্বীকৃতি দিয়ে ফিরিয়ে নিলে নিজ উদ্যেগে রোহিঙ্গারা তাদের ঘর বাড়ি নির্মাণ,মেরামত করে নেবে।অভ্যর্থনা কেন্দ্রে এনভিসি কার্ডের জন্য চাপাচাপি না করে কয়েক মাস পর যখন নাগরিকত্বের আবেদন করবে তখন এনভিসি কার্ড দেয়া যাবে। 

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক  রোহিঙ্গারা জানান, আলেকিন বা আরসা, দেশি বিদেশি এনজিও, ইউএন সংস্থাগুলো সবাই একাকার। রোহিঙ্গাদের জন্য বিভিন্ন বিলাসী প্রকল্পের নামে এসব সংস্থার কর্মীরা আয়েসি জীবন কাটাচ্ছে। পলিথিনের ছোট্ট খুপরিতে ৮/১০ সদস্যের পরিবার নিয়ে চরম দুর্ভোগে জীবন কাটাতে হয় রোহিঙ্গাদের। ওদের শান শওকত,বিলাসিতা, চাকরি হারানোর ভয়ে তারা অধিকার নিয়ে রোহিঙ্গারা মিয়ানমার ফেরত চলে যাক সেটা তারা চায় না বলে জানান।

কেননা রোহিঙ্গা সংকটের দুই বছর পার হয়ে গেছে অথচ এ সংকট সমাধান করতে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। গত দুই বছরেও ইউএন সংস্থা ও আইএনজিও গুলো রোহিঙ্গা ফেরত যাওয়ার মত কোন সহায়ক পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। আদৌ কোন কিছু করতে পারবে কিনা তা নিয়ে রোহিঙ্গারা সন্দিহান বলে জানান। 

রোহিঙ্গারা জানান, যারা মিয়ানমারে হাট-বাজারে পর্যন্ত যেতে পারেনি সেসব রোহিঙ্গারা ক্যাম্পে লাখ লাখ টাকার মালিক। তারা এখানে সব কিছুতে নেতাগিরি করছে। ক্যাম্প গুলোতে রোহিঙ্গাদের সমস্ত দোকান পাঠ,ব্যবসা,সিএনজি, টমটম সহ সবধরনের ব্যবসা,এনজিওতে রোহিঙ্গাদের চাকরি বন্ধ করা না হলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো কঠিন বলে তারা জানান। 
বিএস 
 

আরও পড়ুন