• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১২:৫২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১২:৫২ পিএম

এসিল্যান্ডের হানায় ভেস্তে গেল স্কুলছাত্রীর বিয়ে

এসিল্যান্ডের হানায় ভেস্তে গেল স্কুলছাত্রীর বিয়ে

এসিল্যান্ড হানা দেওয়ায় ভেস্তে গেল ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীর বিয়ে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনার চাটমোহরের মির্জাপুর গ্রামে ঘটলো এ ঘটনা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতার প্রাক্কালে বিয়ে বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন এসিল্যান্ড (উপজেলা সহকারী কমিশনার ভূমি) ইকতেখারুল ইসলাম। জেল-জরিমানার ভয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করেন বর ও কনের অভিভাবক। তারপরও কনের বাবার কাছে থেকে মুচলেকা নেন ইকতেখারুল ইসলাম। মুচলেকায় লেখা হয়- প্রাপ্ত বয়স না হলে মেয়েকে বিয়ে দেবেন না। 

আরও জানা যায়, উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা বিশু প্রামাণিকের সঙ্গে মির্জাপুর গ্রামের ওই মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। বিশু প্রামাণিকের বাবার নাম আ. ছাত্তার। পারিবারিকভাবে বিয়ের দিন ধার্য করা হয়। বিয়ে পণ্ড হওয়ায় মুহুর্তেই উবে যায় বিয়ে বাড়ির সব আনন্দ। ঘটনাস্থলে নিমাইচড়া ইউপি চেয়ারম্যান প্রকৌশলী এএইচএম কামরুজ্জামান খোকন উপস্থিত ছিলেন।

কেএসটি

আরও পড়ুন