• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৫:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৪, ২০১৯, ০৫:৪৭ পিএম

লক্ষ্মীপুরে বাংলা মোর্শেদের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে বাংলা মোর্শেদের লাশ উদ্ধার
মো. মোর্শেদ আলম ওরফে বাংলা মোর্শেদ  -  ছবি : জাগরণ

লক্ষ্মীপুরে মো. মোর্শেদ আলম (২৮) ওরফে বাংলা মোর্শেদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনা গ্রামের নারীনেত্রী সেলিনার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মোর্শেদ একই ইউনিয়নের শরিফপুর গ্রামের মৃত সফিউল্ল্যাহর ছোট ছেলে ও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। এলাকায় মাদক বিক্রি ও সেবন করত মোর্শেদ, তাই বাংলা মোরর্শেদ হিসেবে সে পরিচিত।

পুলিশ ও সেলিনার পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মোর্শেদ ও তার বন্ধু অভি সেলিনার ছোট বোন সোনিয়ার স্বামী দেলোয়ারের আটকের বিষয় জানতে ওই বাড়িতে যায়। এর কিছুক্ষণ পর হঠাৎ মোর্শেদের বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হয়। এতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর থেকে বন্ধু অভি পলাতক। খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জানতে চাইলে লক্ষ্মীপুর মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম বলেন, ময়নাতদন্ত রিপোর্টের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এনআই

আরও পড়ুন