• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৭:৪০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৭:৪০ পিএম

মির্জাপুরে নৌকাডুবিতে কলেজছাত্রী নিখোঁজ

মির্জাপুরে নৌকাডুবিতে কলেজছাত্রী নিখোঁজ
নৌকাডুবিতে নিখোঁজ কলেজছাত্রী নীলিমা লস্কর  -  ছবি : জাগরণ

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকাডুবিতে নীলিমা লস্কর (১৭) নামের এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ৬ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত বিপাশা লস্কর নামের এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের ধলেশ্বরী শাখা এলামজানী নদীর নাগরপাড়া খেয়াঘাটে এই নৌকাডুবির ঘটনা ঘটে। নিখোঁজ নীলিমা লস্কর নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী বলে জানা গেছে। সে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মজদই গ্রামের আলম লস্করের মেয়ে।

নীলিমা লস্করকে উদ্ধারে নাগরপাড়া খেয়াঘাটে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস  -  ছবি : জাগরণ

প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীরা জানায়, দুপুরে কলেজ ছুটির পর এক শিক্ষকসহ ৩০-৩২ জন শিক্ষার্থী নৌকাযোগে ওই নদীর পার হওয়ার সময় মাঝনদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নীলিমা লস্কর নিখোঁজ হয়। গুরুতর আহত বিপাশা লস্কর নামের এক ছাত্রীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়িও একই গ্রামে বলে জানা গেছে।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও সন্ধ্যায় এ রিপোর্ট পাঠানোর সময় পর্যন্ত নিখোঁজ ছাত্রীর সন্ধান মেলেনি বলে কলেজের অধ্যক্ষ  ইমাম হোসেন মো. ফারুক জানিয়েছেন।

মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. আরিফুর রহমান নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন।

এনআই

আরও পড়ুন