• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৯:১৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৯:১৮ পিএম

অজ্ঞান পার্টির খপ্পরে এক পরিবারের ৪ জন

অজ্ঞান পার্টির খপ্পরে এক পরিবারের ৪ জন

ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের ৪ জন সংজ্ঞাহীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পৌর শহরের শিবগঞ্জ রোডের ২ নং গলিতে অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিনের বাসায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের অন্য সদস্যদের সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত গভীর রাতের কোনো এক সময় অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মতিনের বাসায় চুরির উদ্দেশ্যে রান্নাঘরের খোলা জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে দুর্বৃত্তরা। এতে আব্দুল মতিন (৬০), তার স্ত্রী রানু আরা (৫৫), তার ছেলে মাসুদ (৩৭) ও পুত্রবধূ সুমি (৩০) অজ্ঞান হয়ে পড়েন। রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে অজ্ঞান অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আব্দুল মতিনের মেয়ের জামাই জিল্লুর রহমান জানান, চোরের দল চেষ্টা করেও সিঁড়ি রুমের প্রধান দরজা ও রান্নাঘরের জানালা ভাঙতে পারেনি বলে বাসায় প্রবেশ করতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাইনুদ্দিন থান মানিক জানান, এ ঘটনায় অজ্ঞান রোগীরা এখন আশঙ্কামুক্ত।

এনআই

আরও পড়ুন