• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৮, ০৫:৪০ পিএম

আজ মির্জাপুর হানাদার মুক্ত দিবস 

আজ মির্জাপুর হানাদার মুক্ত দিবস 
ক্যাপশন: পাক-হানাদার বাহিনী গ্রামের নিরীহ মানুষকে হত্যার পর লাশ লৌহজং নদীতে নিক্ষেপ করত।  

 

আজ ১৩ ডিসেম্বর টাঙ্গাইলের মির্জাপুরে হানাদার মুক্ত দিবস। এ দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।
 
দিবসটি উপলক্ষে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি মির্জাপুর প্রেসক্লাব থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের মুক্তির মঞ্চে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা অ্যাড. হাজী মো. মোশারাফ হোসেন মনি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার দুর্লভ বিশ্বাস ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধারা।

উল্লেখ্য, দীর্ঘ ৮ মাস ১০ দিন যুদ্ধ চলার সময় পাক-হানাদার এবং এদেশীয় দোসররা গ্রামের শত শত নিরীহ মানুষকে হত্যা করে লাশ লৌহজং নদীতে নিক্ষেপ করত। সেসব ভয়াবহ স্মৃতি মনে করে মির্জাপুরবাসী আজও কাঁদে। হানাদার মুক্ত করার জন্য ১৮ নভেম্বর রাতে মুক্তিযোদ্ধারা মির্জাপুরকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আজাদ কামাল বীর প্রতীক, এম এ সবুর বীর প্রতীক ও রবিউল কমান্ডারের নেতৃত্বে ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় মির্জাপুর। 

এনএ/আরআই