• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৬:৪২ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৬:৪২ পিএম

বাক্সে মিলল নবজাতকের মরদেহ

বাক্সে মিলল নবজাতকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি কাগজের বাক্স থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নারায়ণ চন্দ্র দাস জানান, স্থানীয়দের মধ্যে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। একটি কাগজের বাক্সে ২-৩ দিন আগে কন্যা নবজাতকের মরদেহটি রেখে ফেলে দেওয়া হয়েছে। ফলে মরদেহটিতে অনেকাংশে পচন ধরেছে। মরদেহের পচনের গন্ধে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খোঁজ করে মরদেহটি পায় তারা।

ধারণা করা হচ্ছে, মরদেহটি লুকাতে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এনআই

আরও পড়ুন