• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৮:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৮, ২০১৯, ০৮:৫৫ পিএম

নাগরপুরে আ’লীগ নেতাসহ ৫ জনকে কুপিয়ে জখম

নাগরপুরে আ’লীগ নেতাসহ ৫ জনকে কুপিয়ে জখম
প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে  -  ছবি : জাগরণ

টাঙ্গাইলের নাগরপুরে পূর্বশত্রুতার জের ধরে আওয়ামী লীগের নেতাসহ ৫ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সলিমাবাদ তেবাড়িয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু (৪৮), আওয়ামী লীগ নেতা রতন ভূইয়া (৪৮), সুমন খান (৩০), মাহমুদুল হক (৩২) ও সোলায়মান হোসেন বিপ্লব (৪২)।

এদিকে হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে তেবাড়িয়া বাজারে মহড়া দিলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। সাধারণ মানুষ ভয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় তেবাড়িয়া বাজারের সকল দোকানপাট। ঘটনার পর বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলের আশপাশে মোতায়েন করা হয়। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় ঘটতে পারে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপুসহ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, উপজেলার তেবাড়িয়া গ্রামের শাহীদুল ইসলাম অপুর সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের সলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহারুল ইসলাম মন্টুর দীর্ঘদিন যাবৎ দ্বন্দ্ব চলে আসছে। এরই পরিপ্রেক্ষিতে এই হামলা হয়েছে বলে অনেকের ধারণা।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমচাঁদ জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এনআই

আরও পড়ুন