• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৮:২০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৮:২০ পিএম

ইবি ছাত্রলীগের সম্পাদককে ক্যাম্পাস থেকে বের করে দিলেন বিদ্রোহীরা

ইবি ছাত্রলীগের সম্পাদককে ক্যাম্পাস থেকে বের করে দিলেন বিদ্রোহীরা
ছাত্রলীগের বিদ্র্রোহীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে রাকিবকে হল থেকে বের করে দেন  -  ছবি : জাগরণ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছেন দলের বিদ্র্রোহী কর্মীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা এবং বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন রাকিব। এ সময় জিয়া হল মোড়ে রাকিবের কর্মীরা জড়ো হন। রাকিবের ক্যাম্পাসে ঢোকার বিষয়টি ছাত্রলীগের বিদ্র্রোহী গ্রুপের কর্মীরা জানতে পেরে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারা হল থেকে বের হন। বিদ্রোহীরা মিছিল করে ক্যাম্পাস থেকে বের করে দেন সাধারণ সম্পাদককে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়েও রাকিবকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে বিদ্রোহীরা সাদ্দাম হোসেন হল এবং লালন শাহ হলে প্রবেশ করে রাকিব-পলাশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় সাধারণ শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

এর আগে ৪০ লাখ টাকার বিনিময়ে সাধারণ সম্পাদক হয়ে আসার অডিও ফাঁস হলে ক্যাম্পাসে রাকিব-পলাশ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘোষণার পর শুক্রবারই প্রথম ক্যম্পাসে প্রবেশ করেন রাকিব।

এদিকে শনিবার (২১ সেপ্টেম্বর) ক্যাম্পাসে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে কমিটির নেতৃবৃন্দ ও বিদ্রোহীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতার এবং তার শাস্তির দাবিতে বেলা ১১টায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রলীগের দুই গ্রুপ। এতেও শিক্ষার্থীদের মধ্য বিরাজ করছে আতঙ্ক।

এ বিষয়ে বিদ্রোহী গ্রুপের নেতৃত্ব দেওয়া ফয়সাল সিদ্দিকি আরাফাত বলেন, রাকিব ক্যাম্পাসে বহিরাগত ক্যাডারদের নিয়ে প্রবেশ করে। তার টাকা দিয়ে আসা কমিটি কর্মীরা মানে না। তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। অবাঞ্ছিত কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।

এনআই

আরও পড়ুন