• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৫:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৫:৪৬ পিএম

জামালপুরে ফেনসিডিল, ইয়াবাসহ ডাক্তার গ্রেফতার

জামালপুরে ফেনসিডিল, ইয়াবাসহ ডাক্তার গ্রেফতার

জামালপুরে আমেনা জেনারেল হাসপাতালের মালিক ডা. এনামুল হক বিদ্যুৎকে ৮ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে সদর থানার পুলিশ।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালেমুজ্জামান জানান, শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জহিরের নেতৃত্বে সদর থানার পুলিশ শহরের মিয়াপাড়ায় আমেনা জেনারেল হাসপাতালে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শপিংব্যাগে ৮ বোতল ফেনসিডিল ও ৪ পিস ইয়াবা নিয়ে বের হওয়ার সময় ডা. এসএম এনামুল হক বিদ্যুৎকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডা. বিদ্যুৎ শহরের মিয়াপাড়ার সিরাজুল হকের ছেলে। তিনি আমেনা জেনারেল হাসপাতালের মালিকও।

স্থানীয়রা জানায়, ডা. এনামুল হক বিদ্যুৎ একজন মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবা সেবন করে আসছিলেন। মাদকাসক্ত অবস্থায় রোগী দেখতেন। ওই হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ করেও প্রতিকার পাচ্ছিল না ভুক্তভোগী রোগীরা।

ওসি সালেমুজ্জামান বলেন, গ্রেফতারকৃত ডা. বিদ্যুতের নামে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এনআই

আরও পড়ুন