• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৯:১১ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৯:১১ এএম

বগুড়া টাউন ক্লাবে অভিযান, ১৫ জুয়ারি অটক 

বগুড়া টাউন ক্লাবে অভিযান, ১৫ জুয়ারি অটক 

বগুড়ার ঐতিহ্যবাহী শতবর্ষী ‘টাউন ক্লাবে’ আকস্মিক অভিযান চালিয়ে ক্লাবের সাধারণ সম্পাদকসহ ১৫ জনকে জুয়া খেলার অপরাধে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, ক্লাবটিতে দীর্ঘদিন থেকে জুয়া খেলার আসর বসছিল, যা বগুড়াবাসীর কাছে মিনি ক্যাসিনো হিসাবে পরিচিত ছিল।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত ওই ক্লাবটিতে অভিযান চালিয়ে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ১৫ জনকে আটক করা হয়।

অভিযানের সত্যতা স্বীকার করে বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, গোপন সংবাদে শনিবার রাতে বগুড়ার শত বছরের ঐতিহ্যবাহী টাউন ক্লাবে অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা ও ক্লাবের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক শামীম কামাল ওরফে শামীমসহ ১৫ জনকে আটক করা হয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, জুয়াসহ সকল অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ সময় অপরাধ নির্মূলে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

কেএসটি

আরও পড়ুন