• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০১:২৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২২, ২০১৯, ০১:২৮ পিএম

নাব্য সংকট

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

পদ্মায় নাব্য সংকটের কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ৬ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে। শনিবার দিবাগত গভীর রাত ৩টা থেকে বন্ধ থাকার পর রোববার সকাল ৯টার দিকে চালু হয়। এসময় শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল ৫ শতাধিক যানবাহন। 

শিমুলিয়া ঘাটের (বিআইডব্লিউটিসি) উপ-মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফেরি চলাচলের রুটে লৌহজং চ্যানেলে পলি জমে নাব্য বেশি হওয়ার কারণে ফেরি চলাচল করতে ব্যাহত হয়। তাই রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ছোট বড় সবমিলিয়ে প্রায় ৫ শতাধিক যানবাহন আটকে রয়েছে। জোয়ারে নদীর পানি কিছুটা বৃদ্ধি পাওয়ার পর বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

কেএসটি

আরও পড়ুন