• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৪:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৪:৪৭ পিএম

টাঙ্গাইলে বাস-অটোবাইক সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে বাস-অটোবাইক সংঘর্ষে নিহত ২
বাস-অটোবাইক সংঘর্ষে নিহত দুজনের মরদেহ - ছবি : জাগরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে যাত্রীবাহী বাস ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত নারীসহ দুজন নিহত হয়েছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভূঞাপুর-তারাকান্দি সড়কের উপজেলার গারাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী খান (৫৫) উপজেলার অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামের আব্দুল্লাহ খানের ছেলে এবং নিহত আরেকজন একই গ্রামের অজ্ঞাত এক নারী (৫০)।

ভূঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম জানান, সখীপুর থেকে ছেড়ে আসা গোপালপুরের পাথালিয়ার ২০১ গম্বুজবিশিষ্ট মসজিদগামী যাত্রীবাহী বাসের সাথে নলীন থেকে আসা ভূঞাপুরগামী অটোবাইক ভূঞাপুর-তারাকান্দি সড়কের গারাবাড়ি রাইস মিল-সংলগ্ন এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইকে থাকা অজ্ঞাত নারীসহ দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

ওসি আরো জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অটোবাইকের চালক শাহিন শাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে তার বাড়ি উপজেলার জগৎপুরা গ্রামে বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও বাসের চালক পালিয়ে গেছে।

এনআই

আরও পড়ুন