• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৮:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৮:৪৫ পিএম

গুরুদাসপুরে জোড়া লাগানো শিশুর জন্ম

গুরুদাসপুরে জোড়া লাগানো শিশুর জন্ম
দুই মাথা, এক হাত ও এক পা-বিশিষ্ট জোড়া লাগানো শিশু  -  ছবি : জাগরণ

নাটোরের গুরুদাসপুরে দুই মাথা, এক হাত ও এক পা-বিশিষ্ট জোড়া লাগানো এক শিশুর জন্ম হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেসরকারি হাজেরা ক্লিনিকে।

গুরুদাসপুর পৌর সদরের নারায়ণপুর মহল্লার আমির হামজার স্ত্রী রুপালি বেগম (২৫) শিশুটির জন্ম দেন। রুপালির বাবার বাড়ি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে। তবে শিশুটি ছেলে না মেয়ে, তা বোঝা যায়নি।

রুপালির স্বামী আমির হামজা জানান, দুই বছর আগে তাদের বিয়ে হয়েছে। এটি তাদের প্রথম সন্তান। স্ত্রীর প্রসবব্যথা উঠলে তাকে হাজেরা ক্লিনিকে ভর্তি করা হয়। তারপর বিকেল সাড়ে ৪টার দিকে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেল তার সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনের পর দেখতে পান নবজাতক জোড়া লাগানো।

এদিকে শিশুটিকে দেখতে ক্লিনিকের সামনে লোকজন ভিড় করেন।

হাজেরা ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম সোহেল জানান, শিশু ও তার মা দুজনই সুস্থ আছে।

এনআই

আরও পড়ুন