• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০১:১০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৩, ২০১৯, ০১:১০ পিএম

আদেশ ২৫ সেপ্টেম্বর

খুলনায় বিএনপিনেতা দুদুর নামে মামলার আবেদন

খুলনায় বিএনপিনেতা দুদুর নামে মামলার আবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে খুলনার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটির শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক আগামী বুধবার (২৫ সেপ্টেম্বর) আদেশের দিন ধার্য করেছেন। আওয়ামী লীগ খুলনা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী এই মামলাটি দায়ের করেছেন। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খুলনা  মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আদালত নং ৩) মামলাটি দায়ের করা হলে দুপুর ১২টার দিকে শুনানি অনুষ্ঠিত হয়।

মামলার বাদী অ্যাডভোকেট সুজত কুমার অধিকারী বলেন, গত ১৬ সেপ্টেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে দুদু বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে- সেভাবে শেখ হাসিনার বিদায় হবে। এটি প্রধানমন্ত্রীকে হত্যা করা সুস্পস্ট হুমকি। তাই প্রধানমন্ত্রীকে হত্যা ও সরকারকে উৎখাতের ঘোষণা দেয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলার আবেদন দাখিল করা হয়। মামলার শুনানি শেষে বিজ্ঞ বিচারক আগামী ২৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত বিষযে আদেশ দেয়ার দিন ধার্য করেছেন।

কেএসটি

আরও পড়ুন